Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জামালপুর ইউনিয়নের ইতিহাস

    

 

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন গুলোর মধ্যে জামালপুর ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। এখানে অনেক জ্ঞানী গুনী, সাধক, মনিষী,পন্ডিত, স্বাস্কৃতি প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব,বসবাস করেছেন। পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন কারী বীর মুক্তিযোদ্ধাদের বিচরণ ভূমি এই জামালপুর ইউনিয়ন। পূববর্তী সময়ে গ্রাম পেসিডেন্ট ইউনিয়নের করতা দায়িত্ব পালন করত। পরে ১৯৫০সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। বর্তমানে ১৪টি গ্রাম ৭টি মৌজা ও ০৯টি ওয়ার্ড নিয়ে এই ইউনিয়ন প্রতিষ্ঠিত। এখানে একজন চেয়ারম্যান, ৯জনমেম্বার ও ৩জন সংরক্ষিত মহিলা সদস্যা রয়েছে। প্রায় ১০ বছর আগেও ইউনিয়নের প্রতিটি রাস্তা কাচা ছিল। তখন যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা বা ট্রলার। কিন্তু বর্তমানে অধুনিকতার ছোয়ায় ইউনিয়নের প্রায় প্রতিটি রাস্তাই পাকা হয়েগেছে।এই ইউনিয়নের কেন্দ্র পূর্বপ্রান্তে শীতলক্ষা নদীর তীরে অত্র ইউনিয়ন পরিষদটি অবস্থিত। যাহা জামালপুর বাজারের পাশে অবস্থিত। জামালপুর বাজার দোলান বাজার অত্র ইউনিয়নের সবচেয়ে বড় ও জনপ্রিয় বাজার। এখানে সকলেই আঞ্চলিক ভাষায় কথা বলে।এবং এখানে হিন্দু মুসলমান ও অন্যান্য ধর্মের লোক বসবাস করে। এখানে বসবাস রত মানুষের প্রধান আচরণ ধর্মীয় সৌহার্দ পূর্ন বসবাস।

 

 

আপডেট তথ্যসমূহের জন্য অনুগ্রহ করে অপেক্ষায় থাকুন.........................................উদ্যোক্তা পরিচালক

০১৭১৪৯৬৫৪৪১